বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, ‘ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার। অথচ লাগাতার এক মাস ধরে সরকারি কর্ম কমিশনের সামনে আন্দোলন করে যাচ্ছে ৪০তম বিসিএসে প্রিলি, লিখিত এবং ভাইভা মোট ১৫০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার চাকরির প্রার্থীরা।’
মোশারফ প্রশ্ন তোলেন, ‘পদ থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ দেয়া হচ্ছে না? আর নিয়োগের আগ মুহূর্তে হঠাৎ করে কেনই বা পরিবর্তন করা হয়েছে বিধিমালা? অথচ কর্ম কমিশনের সব রেকর্ড ফেল করেছে এই ৪০তম বিসিএস।’
রবিবার রাতে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশে আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই। বিদ্যু মন্ত্রী বলছে, দিনে বিদ্যুৎ অফ করে দেয়ার কথা। তাহলে এখন সংসদ দিনে অফ করে দেয়া হোক।’
তিনি আরও বলেন, ‘খেলা পরে হোক আগে জনগণ যে দিয়েছে সেটা পালন করা হোক। দেশের মানুষের সমস্যা সমাধান করেন আগে।’
বিডি প্রতিদিন/নাজমুল