ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি আনন্দ মিছিল করেছে। সোমবার দুপুরে উপজেলা চত্বর থেকে মিছিলটি নিয়ে তারা পৌরসভা চত্বরে গিয়ে শেষ করে। এসময় স্থানীয় এমপি বেনজীর আহমদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র গোলাম কবির তাদের স্বাগত জানান। পরে তারা পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
গত শুক্রবার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে জামিল হোসেন, আর সাধারণ সম্পাদক হিসেবে মাহাবুব রহমানের নাম ঘোষণা করেন। আর পৌরসভার আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন রাজু আহম্মেদ রাজন, আর সাধারণ সম্পাদক হয়েছেন আবু বকর সিদ্দিক ইমরান।
এছাড়া ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন ৯ সদস্যের কমিটি ও কুশুরা নবযুগ ডিগ্রি কলেজের ২ সদস্যে কমিটির গঠন করেন তারা। এতে ধামরাই সরকারি কলেজ শাখার সভাপতি হয়েছেন সাইদুল ইসলাম পিয়াস আর সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম শুভ। কুশুরা নবযুগ ডিগ্রি কলেজের সভাপতি হয়েছেন আমিনুর ইসলাম আবির ও সাধারণ সম্পাদক হয়েছেন কৌশিক আহমেদ। তারা সোমবার ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এক আনন্দ মিছিল বের করেন।
ধামরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম কবির ধামরাই উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগের এই কমিটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যোগ্যতার বলে যারা কমিটিতে স্থান পেয়েছে, তারা যেন ছাত্রলীগের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এমআই