রাজধানীতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২৩ জনকে জরিমানা করা হয়েছে। রবিবার রমনা, কোনাপাড়া, মিরপুর, পল্লবী, মনিপুর, নিউমার্কেট, নীলক্ষেত, সাইন্সল্যাব এবং ঢাকার ধামরাই ও কেরাণীগঞ্জে পৃথক অভিযানে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের লক্ষে গত ১৬ জুন ঢাকা জেলা ও ঢাকা মহানগর এলাকায় রাত ৮টার পর থেকে দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা-বাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
সোমবার ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার বিদ্যুতের অপচয় এবং অপব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩ জনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল