রাজধানীর পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রাসেল ও কামরুল হুদা। প্রাথমিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত