রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩১৫৫টি ইয়াবা, ২০ গ্রাম ১২ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম