আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন জনগণের উন্নয়ন। আওয়ামী লীগ শুধু কথা বলে না, মানুষের পাশে থাকে ও পাশে দাঁড়ায়। সেই কারণেই আমরা শীতার্থদের পাশে এসেছি, আমাদের দলের নেতারা ঝাঁপিয়ে পড়েছেন। এখানে বিএনপির নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়া দূরে থাক, তাদের দেখাও যায়নি। তারা মানুষের জন্য রাজনীতি করে না, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।
আজ শনিবার দুপুরে চকবাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. মোস্তফা জালাল বলেন, প্রধানমন্ত্রী সমাজের অস্বচ্ছল মানুষদের সব সময় খোঁজ রাখেন, তিনি ভূমিহীনদের মাঝে ভূমিসহ ঘর দিচ্ছেন। তার নির্দেশে দলের প্রতিটি নেতাকর্মী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের ১৮ কোটি মানুষ রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারেন শুধু একজন মানুষ দায়িত্ব নিয়ে জেগে থাকেন বলেই, আর তিনিই হলেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার দর্শন জনগণের উন্নয়ন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, উত্তরাঞ্চলসহ সারাদেশে আওয়ামী লীগের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্যদিকে রাজপথের বিরোধী দল মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছে। আওয়ামী লীগ জন্মলগ্ম থেকেই মানুষের পাশে ছিল, আছে, থাকবে।
চকবাজার থানার ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, সদস্য জসিম উদ্দিন খান আজম, কাউন্সিলর ওমর বিন আজিজ তামিম, বিএমএ’র কেন্দ্রীয় সদস্য ডা. মো. জাবেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খোকন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত