১৮ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগরীতে ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার নগরীর ধর্মসাগরপাড়ের দলীয় কার্যালয়ের সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন, মামুন মজুমদার, আতাউর রহমান ছুটি, ভিপি নজরুল ইসলাম, সদস্য জামাল হোসেন, পারভেজ, দঃ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল হক, নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মন্জুরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আকতার হেসেন, মহানগর কৃষক দলের সভাপতি কাজী শাহিনুর, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন তাজ, মহানগর তাঁতী দলের আহ্বায়ক রেজাউলসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন