রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কড়াইল বস্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এখনো নির্বাপণ ঘোষণা দেয়নি। সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। কোনো হতাহত হয়নি।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বেলতলা নামক স্থানে ময়লার স্তূপে আগুন লাগে। সেই আগুন একটি বস্তি ঘরের লেগে আংশিক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। বস্তির লোকজন আগুনের কারণে আশপাশে কয়েকটি ঘর দ্রুত খুলে সরিয়ে ফেলে।
বিডি প্রতিদিন/এমআই