সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বরিশালে শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার ও ফজলুল হক এভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার রাজিব।
বিডি-প্রতিদিন/বাজিত