রংপুরে কামাল কাছনা শাহী পাড়া এলাকাবাসীর উদ্যোগে রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত ৪ জন কাউন্সিলরকে সংবর্ধনা জানানো হয়।
শনিবার রাতে নগরীর কামালকাছনা মোড়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরন্নবী ফুলু, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ হারুন ও সংরক্ষিত ২৩,২৪,২৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ হাছনা বানুকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার মুরব্বি বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুজ্জামান সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ জাভেদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আনোয়ার কবির সুমন। অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন