৮ মার্চ, ২০২৩ ০০:৩১

গুলিস্তানে বিস্ফোরণে আহতের দেখতে ঢামেকে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানে বিস্ফোরণে আহতের দেখতে ঢামেকে বিএনপি নেতারা

ঢামেকে বিএনপি নেতারা। ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (০৭ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ স্থানীয় বিএনপি নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান। 

পরে সাংবাদিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, বিএনপি এই বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছে। তিনি আরও বলেন, সরকার সব বিষয়েই উদাসীন। জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছে এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবি করছে।

এর আগে, মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সতেরোজন নিহত হয়েছেন।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর