১১ মার্চ, ২০২৩ ১৪:৩৭

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

প্রতীকী ছবি

রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর সদর উপজেলার দক্ষিণ খলেয়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-গঞ্জিপুর এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৫) ও গাইবান্ধার সুমন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কিশোরগঞ্জের সিংহেরকুড়ার ওরস থেকে যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে একটি মিনিবাস ফিরছিল। বাসটি বটতলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী সুমন মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

বিডি প্রতিদিন/এমআই   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর