ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, দেশ আজ চরম ক্লান্তি লগ্ন অতিক্রম করছে। দেশের মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে। স্বাধীনতার কথা বললেই নেমে আসে নিপীড়ন নির্যাতন। মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে।
মজনু বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আজ হারিয়ে যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয় দিবো, রক্ত দিতে হয় দিবো, তবুও এ অবৈধ নিশিরাতের আওয়ামী সরকারকে আর সময় দেয়া যাবে না। আওয়ামী সরকারকে বিদায় নিতেই হবে।
আজ রবিবার বিকালে ডেমরার নবী টাওয়ারে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা-যাএাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু এসব কথা বলেন।
যুবদলের সাবেক এ নেতা বলেন, এদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন, আওয়ামী সরকারের অধীনে কোন নির্বাচন নয়। যদি নির্বাচন হয় বাংলাদেশে,তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। হতে দেয়াও হবে না।
বিশেষ দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী'র সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, মনির হোসেন চেয়ারম্যান, মহানগর সদস্য আকবর হোসেন নান্টু ভূঁইয়া, আব্দুল হাই পল্লব, ফরহাদ হোসেন, জামশেদুল আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাএদলের নিয়াজ মো. নিলয়, বিএনপি নেতা আলীম আল বারী জুয়েল, বাদল সরদার, মনির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত