রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক সন্তোষ বালা। তিনি বলেন, সংবাদ পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা আশপাশের লোকজনের কাছে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু তারা এই ব্যক্তির বিষয়ে কিছু বলতে পারেননি। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক