১৬ মে, ২০২৩ ১১:০৭

হোসনে আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

হোসনে আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

হোসনে আরা বেগম

কুমিল্লা শহরের মনোহরপুর নিবাসী বিশিষ্ট দানশীল ও সমাজসেবী মরহুমা হোসনে আরা বেগমের কুলখানি গতকাল স্থানীয় সোনালী জামে মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। কুলখানিতে স্থানীয় অধিবাসী ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

হোসনে আরা বেগম গত ১৩ মে ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নিকট আত্মীয় এবং পাড়া-প্রতিবেশীদের সেবা ও দুস্থদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বিশেষত প্রসূতি মা ও নবজাতকদের বিনা পারিশ্রমিকে সেবা করে তিনি সকলের মন জয় করেন। 

মুক্তিযোদ্ধা চলাকালে এলাকার অনেকেই বিশেষত সনাতন ধর্মাবলম্বীরা তার নিকট স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান দ্রব্যাদি গচ্ছিত রেখে দেশ ত্যাগ করে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে এবং মুক্তিযুদ্ধের পর যথারীতি তা ফেরত নেয়। তার স্বামী মরহুম রফিকুল্লাহ ছিলেন সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তার ৫ সন্তান এবং ১২ জন নাতি নাতনি ও তাদের স্বামী-স্ত্রী সকলেই তার অনুপ্রেরণায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সনদধারী এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছেন। এর মধ্যে তার ছোট সন্তান মেজর নাসির উদ্দিন আহমেদ (অবঃ) পিএইচডি একজন বিশিষ্ট কলামিস্ট ও বিশ্লেষক হিসেবে সুপরিচিত। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর