বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছে আজ বুধবার। তারা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারী। সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে ঈদ-কোরবানিসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন তারা।
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী মমতাজিয়া শাহসুফি জাহাগিরিয়া মসজিদে এই সম্প্রদায়ের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় আজ সকাল সাড়ে ৮টায়। জামাত শেষে পরস্পরের শুভেচ্ছা বিনিময় এবং পশু কোরবানি করেন তারা। এছাড়াও নগরী এবং জেলার বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত জামাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ