রাজশাহীতে ঈদ-উল-আজহার প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। যদিও হযরত শাহ মখদুম ঈদগাহ মাঠে জামাত হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিনের বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকায় দরগাহ মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়।
এই প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ঈদের নামাজের পর মুসল্লিদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নগরপিতা।
রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সকাল ৮ টায় ভাটাপাড়া লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামায আদায় করেন।
বিডি প্রতিদিন/কালাম