গত বছরগুলোর মতো এবারও ঈদুল আজহাকে আরও আনন্দময় ও পরিছন্ন নগরী গড়তে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের প্রত্যেক কোরবানিদাতাকে বিনামূল্যে ১০০ গ্রাম ব্লিচিং পাউডার ও ২০ কেজি ধারণক্ষমতার একটি গার্বেজ পলিব্যাগ উপহার দিয়েছেন তিনি।
আজ সকাল ৭টা থেকে ‘টিম খোরশেদ’ এর স্বেচ্ছাসেবকরা প্রবল বৃষ্টি উপেক্ষা করে বাড়ি বাড়ি এই ব্যতিক্রমধর্মী উপহার পৌঁছে দেন।
এক বিবৃতিতে টিম খোরশেদের টিম লিডার ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘কোরবানিদাতারা দয়া করে কোরবানির স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে আমাদের দেওয়া ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন এবং কোরবানির পশুর বর্জ্য গার্বেজ পলি ব্যাগে ভরে রাস্তায় রাখবেন। যাতে সিটি করপোরেশনের পরিছন্নতাকর্মীরা সহজে অপসারণ করতে পারেন। তিনি পরিছন্ন নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, এবার টিম খোরশেদ ১০ হাজার প্যাকেট ব্লিচিং পাউডার ও ৫ হাজার পিছ গার্বেজ পলি ব্যাগ বিতরণ করেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ