রাজধানীর কামরাঙ্গীরচর থানার হাজারীবাগ ফায়ার সার্ভিসের বিপরীত পাশের গলি থেকে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় মো. একলাস মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান। তিনি গণমাধ্যমে জানান, নিহতের স্বজনরা গতকাল বৃহস্পতিবার তার নিখোঁজ হওয়ার বিষয়ে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তবন্দি অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে তার লাশ উদ্ধার করে কামরাঙ্গীরচর থানায় নিয়ে আসি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মৃত একলাস মিয়া ১৩০ নং হাজারীবাগের স্থায়ী বাসিন্দা। তিনি জমি জমা বিক্রির পাশাপাশি একটি বিরিয়ানির দোকানের ব্যবসা করতেন। পরিবারকে খবর দেওয়া হলে তারা এসে তার লাশ শনাক্ত করে। কে বা কারা তাকে হত্যা করে বস্তায় রেখে গেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ