২ জুলাই, ২০২৩ ১৫:৩৫

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

অনলাইন ডেস্ক

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। রবিবার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আব্দুল মালেক (৫০), সাইফুল (৩১) ও ফয়সাল (২৫)।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর