নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২ জুলাই) রাতে বাবুরাইল বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর একটি মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, স্থানীয় মনির নামে এক ব্যক্তির গাড়ির চাপায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার আনিচুর রহমান জানান, খোঁজ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ