রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি কলার আড়তের ভেতর থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমে জানান, আমরা খবর পেয়ে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। নিহতের নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ