ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা ও দুমকীবাসীর মিলনমেলা সংগঠনের সভাপতি প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার সভাপতিত্বে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী এম এ হক, বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ, এম এ রব, সরকারের যুগ্ম সচিব প্রকৌশলী আবুল কালাম আজাদ, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অতিথিদের বক্তৃতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুমকি উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন