বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকারকে পরাজিত করতে তরুণ সমাজ জেগে উঠেছে। তরুণদের জেগে তুলতে রোড মার্চ করছে তিনটি সংগঠন। দেশের মানুষের বুকের ওপর চেপে বসা জগদ্দল পাথর সরাতে রাজপথে নেমে আসছে জনগণ। সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
আজ রবিবার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা মাঠে রাজশাহী বিভাগীয় তারণ্যের রোড মার্চ উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় চুরি করেছে ভোটের অধিকার। আবারও চুরির পাঁয়তারা করছে। এদেশের মানুষ আর চুরি করতে দেবে না।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার কিছু হলে দেশে আগুন জ্বলে যাবে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রোড মার্চ কর্মসূচির দ্বিতীয় দিনে বগুড়া থেকে রাজশাহী অভিমুখী রোড মার্চ কর্মসূচির উদ্বোধনী পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ভিপি সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ইয়াসিন আলী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা।
পথসভা শেষে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে রোড মার্চের গাড়িবহর রাজশাহী অভিমুখে রওনা দেয়। রোড মার্চে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা জেলার হাজার হাজার নেতাকর্মী গাড়িবহর নিয়ে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ