৪ নভেম্বর, ২০২৩ ২১:৩৩

রাজধানীতে আরও একটি বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীতে আরও একটি বাসে আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর সায়েদাবাদে ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমে বলেন, রাত ৮টার দিকে খবর আসে রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পর পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলিফ্যান্ট রোড ও গাউছিয়া মার্কেট এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর