দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। আরামবাগ থেকে শুরু করে মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক বলেন, অনেক স্বৈরাচারের পতন আমরা দেখেছি এমনকি মহান মুক্তিযুদ্ধে এদেশের বীর জনতার আন্দোলন সংগ্রামে পাকিস্তানীদের পতনও দেখেছি। সব কর্তৃত্ববাদী সরকার পতনের আগে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় কিন্তু জনগণের দুর্বার আন্দোলন ঠেকানোর কোন পথ তারা খুঁজে পায় না। জনগণের গণ আন্দোলনেই এই সরকারের পতন হবে এবং জনগণের দাবি আদায় হবে।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, এদেশে দুর্নীতিবাজদের বিচার হয় না কিন্তু ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রহসনের বিচার করছে সরকার। অবৈধভাবে ক্ষমতায় এসে জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে তার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন, মশিউর রহমান বাবুল, শেখ শহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোঃ আবদুল কাদের, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ভাইস চেয়ারম্যান খাদিজা রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক ওবায়দুর চাকলাদার ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লিটন জোয়ারর্দার সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।