সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ এনে এর প্রতিবাদে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি- ‘এবি পা’র্টি।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু'র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিকাল সাড়ে ৩টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, হাদিউজ্জামান খোকন, নারী নেত্রী সুলতানা রাজিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ।
বিডি প্রতিদিন/আরাফাত