দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্ত হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণবিক্ষোভ করেছে এবি পার্টি।
আজ শুক্রবার বিকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্ত্বরে এই গণবিক্ষোভ করে দলটি।
এতে সভাপতির বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আরও বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, বিএম নাজমুল হক।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী দুর্বৃত্তরা দেশকে ধর্ষণ আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই খুন, লুটপাট আর ধর্ষণ বাড়ে। কি পরশপাথর তাদের হাতে আছে যে ক্ষমতায় আসামাত্রই সম্পদ শতগুণ বাড়ে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ