১৪ এপ্রিল, ২০২৪ ১৬:৫৮

ঢাকায় ফিরতে শুরু করেছেন রংপুরের কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঢাকায় ফিরতে শুরু করেছেন রংপুরের কর্মজীবী মানুষ

ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন রংপুরের কর্মজীবী মানুষেরা। তবে বাস ভাড়া গুণতে হচ্ছে অনেক বেশি। তবু ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে যেতে শুরু করেছেন।

রবিবার দুপুরে ঢাকা কোচস্ট্যান্ড ও মর্ডান মোড়ে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য।

কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে কথা হয় কর্মজীবী আরিফুল ইসলামের সাথে। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে। এখন কর্মস্থল ঢাকায় ফিরছি। তবে ৭০০ টাকার ভাড়া এক হাজার টাকা গুণতে হয়েছে।

বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, ৭০০ টাকার ভাড়া এক হাজার টাকা। ১২০০ টাকার টিকিট ১৮০০ টাকা। ১৫০০ টাকার টিকিট ২৪০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। এ নিয়ে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। হানিফ পরিবহনের ম্যানেজারকে প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দিতে পারেননি।

নগরের মর্ডান মোড় গিয়ে দেখা গেছে একই দৃশ্য। সেখানকার ঢাকাগামী যাত্রী মমিনুল ইসলাম বলেন, ৭০০ টাকার টিকিট এক হাজার টাকা দিয়ে কিনেছি। তারপরেও সময়মতো কর্মস্থলে ফিরতে পারব কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

এ বিষেয় বাস মালিক সমিতির একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর