২০১৬ সালে হোলি আর্টিজান হামলায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় যোগ দিতে সম্প্রতি বাংলাদেশে এসেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই।
গত ৩ জুলাই এ স্মরণসভার আয়োজন করে জাইকা। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক জোরদার করাও তার এ সফরের অন্যতম উদ্দেশ্য। সফরকালে হারা শোহেই সরকারের বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডি প্রতিদিন/এমআই