আগস্ট-সেপ্টেম্বর মানেই বাঙালির প্লেটে ইলিশ। ইলিশের প্রতি বাঙালির দুর্বলতার কথা মাথায় রেখেই প্রতি বছরই ইলিশ উৎসবের আয়োজন করা হয় ঢাকার নামীদামী রেস্তোরাঁগুলোতে। একইভাবে চলতি বছরে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে 'ইলিশ উৎসব '।
শহরের সব থেকে আকর্ষণীয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইন”-এ ০৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে ২১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত প্রতিদিন!! তবে অন্যান্য আউটলেটেও প্রয়োজনে এবং যদি অতিথিদের চাহিদা থাকে সে ক্ষেত্রে পরিবেশন করা যাবে!
ইলিশ উৎসবের মেন্যুর মধ্যে অন্যতম হলো ইলিশ খিচুড়ি, ইলিশ পোলাও, ইলিশ ফ্রাই এবং সরষে ইলিশের সাথে নানাবিধ ফিউশন যা ঐতিহ্য ও স্বাদে একটি অতুলনীয় মোড় নিয়ে আসে। রয়েছে এক্সক্লুসিভ ইলিশের প্লাটার, যা ইলিশ প্রেমীদের অবস্মরণীয় অভিজ্ঞতা অর্জনে ভুমিকা রাখবে। এখানে প্রতিদিন অতিথিরা ইলিশের যেকোনো আইটেম বেছে নিতে পারবেন নিজের পছন্দে সকাল-দুপুর- রাত যে কোনো সময়। ইলিশপ্রেমীদের জন্য আকর্ষণীয় ও সুলভমূল্য নির্ধারণ করা হয়েছে ইলিশের এই উৎসবে। শহরের অন্যতম রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন-এ পরিবারসহ সবুজের মাঝে বাঙ্গালিয়ানা পরিবেশে বাঙালি ঐতিহ্যের বাহক ইলিশের নানা পদের মেন্যু উপভোগ করার জন্য এই সময়টি একদম পারফেক্ট।বিস্তারিত জানতে এবং বুকিং এর জন্য যোগাযোগ করুন 01713332661 নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ইভেন্ট পেজ: https://www.facebook.com/share/bUnhFKpZWKjnuCdp/
বিডি প্রতিদিন/আরাফাত/ইই