গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত (২৪) এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল থেকে নিহতের উদ্ধার করে ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড পুলিশ বক্সের সামনে এক পথচারীর মোবাইল ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে । এসময় পথচারীরা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা তার মরদেহ টঙ্গীর আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে সামনে রেখে চলে যায়। পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ