শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৪০

বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

ঢাবি-জাবিসহ সারাদেশে বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। 

বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক শিবানী শিকদার, মিম আক্তার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর