রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। পঞ্চাশোর্ধ্ব এ নারী রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মালিবাগ রেলগেট এলাকা থেকে এক নারীর মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শআ