রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নওগাঁর বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউরের ছেলে সহিদুর, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম এবং সৈয়দ আলী ও নূর।
স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুতগতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিল। এসময় রেল ক্রসিং দিয়ে উপ-শহরের দিকে সবুজ রঙয়ের একটি পিকআপ গাড়ি যাচ্ছিল। ফলে রেলক্রসিং পার হতে যাওয়া পিকআপ গাড়িটি দ্রুত সরে যেতে না পারায় জোরে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকে পড়ে। এসময় পিকআপ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের মালামাল ক্ষয়-ক্ষতি হয়। এতে পিকআপের চালক, হেলপারসহ আরও তিনজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় বলে জানার স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, রেল কর্তৃপক্ষ নিয়ম মেনে আশেপাশের রেলের জায়গা ইজারা দেয় না। নিয়ম অনুযায়ী রেল লাইনের দু'পাশে ২৫ ফুট জায়গা ফাঁকা রেখে কোন স্থাপনা তৈরি হবে। তবে রেল কর্তৃপক্ষ এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে ইজারা দেয়। ফলে রেললাইনের দুইধারে অসংখ্য দোকানপাট ও বাড়ি ঘর তৈরি করা হচ্ছে। ফলে এইসব দুর্ঘটনা ঘটছে।
বিডি প্রতিদিন/আরাফাত