‘তারা নিজেগো জমিদার ভাবে, এলাকাবাসীর অভিযোগ পাত্তাই দেয় না। ফোন করলেও ব্যবস্থা নেয় না। সরাসরি অভিযোগ দিছি, এরপরও আসে না।’ ঢাকা ওয়াসার প্রতি এভাবেই নিজেদের ক্ষোভ ঝাড়লেন রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগরের এলাকাবাসী।
প্রায় একমাস যাবৎ অত্র এলাকার ১৯১/২, ১৯১/১/এ এবং ১৭৮/৩/বি হোল্ডিং নম্বরের সামনের রাস্তায় ওয়াসার পাইপলাইন লিকেজ হয়ে পানি উপচে পড়ছে। বিশেষ করে ভোরে এ পানি নির্গমনের বেগ থাকে প্রবল। কখনো কখনো সকাল ৮টা বা ৯টা পর্যন্ত এইসব বাড়ির সামনে পানি জমে থাকে। পরবর্তীতে সময় গড়ালে পানিও কমতে থাকে। অত্র এলাকার নাগরিকদের জন্য নতুন এক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে এতে। সকালে পানি জমে থাকায় স্কুলগামী ছাত্র-ছাত্রীরা বিড়ম্বনায় পড়ে।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেল পানি বের হচ্ছে সেই লিকেজ দিয়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে পানি নির্গমনও কমে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা জাবেদ খন্দরকার বলেন, 'প্রথম প্রথম মনে করেছিলাম এটা হয়ত সুয়ারেজের পানি। তাই লিকেজের পার্শ্ববর্তী ম্যানহোল পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু পানি সুয়ারেজের না, পানি বের হচ্ছে মাটির নিচে ওয়াসার পাইপ থেকে। ইতোমধ্যে ওয়াসার হেল্পলাইনে (১৬১৬২) কল করে বেশ কয়েকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে আমারা কয়েকজন বাড়িওয়ালা সংশ্লিষ্ট ওয়াসার অফিসে গিয়ে লিখিত অভিযোগও দিয়েছি। এরপরও ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেছেন, আপনারা নিজ দয়িত্বে লোক দিয়ে রাস্তা খুঁড়ে লিকেজ সারিয়ে নিতে পারেন।'
তা হলে নিজেরা কেন ত্রুটি সারিয়ে নিচ্ছেন না- এমনটা জানতে চাইলে স্থানীয় আরেক ব্যক্তি বলেন, 'আমরা যদি মাটি খোড়াখুঁড়ি করতে গিয়ে ওয়াসার মূল লাইনে কোনো আঘাত লাগে বা সমস্যা হয় তা হলে ওয়াসা কর্তৃপক্ষ আমাদের উপর দোষ চাপাবেন। তাই আমাদের দাবি, কর্তৃপক্ষ এই লিকেজ যেন দ্রুত সারিয়ে দেওয়া ব্যবস্থা করে।'
বিডি প্রতিদিন/আরাফাত