বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন নব নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর। সোমবার দুপুরে বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।
এ সময় তিনি বলেন, আমার বলতে দ্বিধা নেই বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ অনেক পিছিয়ে আছে। উন্নয়নের জন্য যেটা বেশি দরকার, সেটা হলো তথ্য। সাংবাদিকরা আমার চোখ ও কান। আমি একা আর কত তথ্য পাবো। আমি তো সবাইকে চিনি না। আপনারা তো সবাইকে চিনেন। যারা ভালো কাজ করে তারাও আপনাদের পরিচিত, যারা খারাপ কাজ করে তারাও আপাদের পরিচিত। আপনারা যদি আমাকে তথ্য দেন, সহযোগিতা করেন তাহলে দক্ষিণ বঙ্গের একমাত্র বড় এ চিকিৎসা সেবা কেন্দ্রটি বাংলাদেশের সেরা একটি মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, জনস্বার্থে লুকোচুরির কিছু নেই। বর্তমানে সারাদেশে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা আছে বলেই বাংলাদেশ সেনাবাহিনী থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এই হাসপাতালের রোগীদের ভালো মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি পূরণের চেষ্টা করবে। সে লক্ষ্যে সাংবাদিকদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, এই হাসপাতালে বিভিন্ন অনিয়ম দীর্ঘদিনের। সেগুলো সকলের সহযোগিতা মাধ্যমে ধীরে ধীরে সমাধান করা হবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন সেমিনার রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত হাসপাতালের উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ বরিশালে কর্মরত শতাধিক সাংবাদিক।
বিডি প্রতিদিন/হিমেল