রাজধানীর মগবাজার রেলগেইট এলাকায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত যুবক আপন (২০) ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী বাপ্পি জানান, মগবাজার রেলগেইট এলাকায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত যুবককে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পোনে ৫টায় মারা যায় আপন।
বাপ্পি আরও জানান, রেলগেইট এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে- যুবকটি চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কায় আহত হয়ে পড়েছিল।
মৃতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, আমি সংবাদ পেয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি।
কুড়িগ্রাম জেলায় নাগেশ্বর উপজেলার হাজীপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আপন। মগবাজার এলাকায় থাকতেন। তবে কি করতেন সে ব্যাপারে কিছুই জানেন না তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত