রাজধানীর কদমতলীতে বেলাল হোসেন (১২) এক মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোলা সদর উপজেলার পূর্ব চরখালী গ্রামের ভ্যানচালক আলমের ছেলে বেলাল।
সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, শনিবার বিকাল সোয়া ৪টায় কদমতলীর জামতলা তুষারধারা ভাড়া বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বেলাল বাসার পাশে খালি জায়গায় বেলা সাড়ে ১১টার দিকে একটি বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়।
এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মৃতের বাবা আলম বলেন, তার ছেলে জামতলা এলাকার মার্কাজুল জান্নাত নামে মাদ্রাসায় বাসা থেকে আসা যাওয়া করে হাফেজি পড়তো।
তিনি বলেন, সকালে সে মাদ্রাসাও গিয়েছিল। পরে বেলা আনুমানিক সাড়ে ১১টার বাসার পাশে খালি যায়গায় বাঁশের সাথে ঝুলতে দেখে লোকজন সংবাদ দেন। ততক্ষণে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। কিভাবে বা কি কারণে এ অবস্থা হয়েছে। সে বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি।
বর্তমানে কদমতলীর জামতলা তুষার ধারা মনির হোসেনরর বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো মৃত বেলাল।
বিডি প্রতিদিন/আরাফাত