বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার রোডে ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে নগরীর লাইন রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম যুবদল নেতা হলেন-ইউসুফ আলী খান রনি (৩৫)। তিনি নগরীর ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও লাইন রোডের বাসিন্দা রত্তন আলী খানের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে লাইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন রনি। এ সময় একটি সিএনজিতে কয়েকজন দুর্বৃত্ত এসে নেমে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি। মুখোশ পরা কয়েকজন যুবক এসে কুপিয়ে চলে গেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই