রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রাজশাহীতে গত ১৯ জুলাই নগরীর মনিচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
সোমবার দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ডাবলু সরকারকে হাজির করা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে দুইদিনের রিমান্ড চাওয়া হয়।
অন্যদিকে, ডাবলু সরকারের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত উভয় পক্ষে বক্তব্য শোনর পর জামিনের আবেদন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুন্না সাহা।
তিনি জানান, বোয়ালিয়া থানার একটি মামলায় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন ছিল। শুনানির জন্য ডাবলু সরকারকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
বিডি প্রতিদিন/এমআই