রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভাই ও বোন অটোরিকশায় করে যাচ্ছিলেন। হঠাৎ ওড়না পেঁচিয়ে তিনি মারা যান। আমরা খবর পেয়েই একজন অফিসারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম সাদিয়া। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন গ্রামের মো. তকি তাহমিদের স্ত্রী। বাবার নাম আব্দুল কাইয়ুম। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সাদিয়া ছিলেন তৃতীয়। তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক