বাংলাদেশের মেরিন খাত চরম সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি। প্রতি বছর প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় আনা এই খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নাবিক ও বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, সরকার ডিপ্লোমাধারীদের সিডিসি (Continuous Discharge Certificate) প্রদানের যে প্রস্তাবনা এনেছে, তা আন্তর্জাতিক মানদণ্ড এবং দেশের মেরিন সেক্টরের জন্য হুমকি স্বরূপ।
বুধবার (২ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে নাবিকরা তাদের ৫ দফা দাবি পেশ করেন।
দাবিসমূহ হলো-
- ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদান পরিকল্পনা বাতিল এবং এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ
- চাহিদাভিত্তিক রিক্রুটমেন্ট কোটা নির্ধারণ।
- বিদেশে চাকরির ক্ষেত্রে ভিসা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ।
- প্রশিক্ষণ ও নিয়োগে দুর্নীতি বন্ধে উদ্যোগ।
- ভেনেজুয়েলায় আটক ক্যাপ্টেন মাহবুবের মুক্তি নিশ্চিত করা।
মানববন্ধনে বলা হয়, বর্তমানে বিদেশি জাহাজে চাকরির ক্ষেত্রে বাংলাদেশি নাবিকরা ভিসা জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং নীতিমালার অভাবে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন। যার ফলে শত শত নতুন সিডিসি পাওয়া ক্যাডেট ও রেটিংস বেকার রয়েছেন এবং এই সংখ্যা আগামী মাসগুলোতে আরও বাড়বে।
তারা জোর দিয়ে বলেন, ‘ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি’ কোর্সটি আন্তর্জাতিক STCW কোড A-III/1 অনুযায়ী অফিসার ক্যাডেটের জন্য স্বীকৃত নয়। এমনকি বাংলাদেশ মেরিন শিপিং অর্ডিন্যান্স ১৯৮৩ অনুযায়ীও এটি অফিসার প্রশিক্ষণের যোগ্যতা হিসেবে বিবেচ্য নয়। তাছাড়া যেসব প্রতিষ্ঠান এই কোর্স পরিচালনা করছে, তারা নৌ অধিদপ্তরের অনুমোদিত নয় বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ IMO (International Maritime Organization)’র হোয়াইট লিস্ট থেকে বাদ পড়তে পারে। ফলে আন্তর্জাতিক মানের ম্যানিং এজেন্সিগুলোর আস্থা হারাবে এবং দেশের মেরিন সেক্টরের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশ মেরিনার্স কমিউনিটি’র মুখ্য সংগঠক মাষ্টার মেরিনার ক্যাপ্টেন রেদওয়ান সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সদস্য ক্যাপ্টেন আতিক, বাংলাদেশ মার্চেন্ট লিপিং ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ চীফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মেরিন ইঞ্জিনিয়ার মো. গোলাম জিলানী প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা