রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী সুমন (৪০) নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ সেক্টর নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন এসআই সুমন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
রবিবার (১৮ মে) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, হজক্যাম্পে ডিউটি শেষ করে মোটরসাইকেলে থানায় ফেরার পথে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যান সুমন।
তিনি আরও জানান, পল্লবী হাজি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই সন্তান রয়েছে মুনসুরের। তার গ্রামের বাড়ি পাবনা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ