উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। এতে করে কানায় কানায় ভরে যাচ্ছে পুকুর, খাল-বিল, নদী-নালাগুলো। বুধবার সকাল ৯টায় তিস্তা নদীর কাউনিয়া ও ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রংপুরে ৮৮ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭, নীলফামারীর সৈয়দপুরে ৫৭, ডিমলায় ১৪, কুড়িগ্রামের রাজারহাটে ৪৩ ও দিনাজপুরে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আগামী দু’দিন রংপুর বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। তাই তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমানে তা বিপৎসীমার নিচে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই