সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে ছুরি মেরে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত স্বপন শেখ সিরাজগঞ্জ পৌরসভার সয়াগোবিন্দ মহল্লার আক্তার হোসেন শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ অক্টোবর পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে স্বপন শেখ ও তার ছোট ভাই রোকন শেখের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে স্বপন ধারালো ছুরি দিয়ে রোকনের বুকের ডান পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রোকনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারি স্বপন শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক মঙ্গলবার স্বপন শেখকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বিডি প্রতিদিন/মুসা