নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওভারটেকের চেষ্টা করতে গিয়ে একটি মাটি বোঝাই ড্রামট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস খুলনা জেলার কয়রা থানার আব্দুল সাত্তারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেরদৌস মহাসড়কের ঢাকাগামী লেনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। ওই সময় তিনি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে ড্রামট্রাকের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহত যুবক মোটরসাইকেল চালনায় একেবারে নতুন ছিলেন। দ্রুতগতিতে ওভারটেকের চেষ্টায় তিনি ট্রাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/আশিক