গাইবান্ধার সাদুল্লাপুরে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইদিলপুর গ্রামের শিক্ষক মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক মানিক চন্দ্র সরকার ওই গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত মুখোশ পড়ে মানিকের শয়ন ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তাঁর (মানিক) মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের কয়েকজনকে হাত-পা বেঁধে রেখে ডাকাতরা কয়েকটি ঘরে প্রায় দুইঘণ্টা তল্লাশি চালায়। এ সময় ঘরে থাকা আলমারি, বাক্স, ওয়ারড্রব, শোকেস তছনছ করে ১০ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধলক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, এরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল