বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে, ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, এই স্বপ্ন বাস্তবায়নে ওয়াক আউট নয়, বিএনপি অঙ্গীকারাবদ্ধ ও বুলেট গতিতে কাজ করবে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সংস্কারের নামে জোর করে কিছু মানতে বাধ্য করা হলে বিএনপি নিশ্চয় স্বাক্ষী গোপাল হয়ে বসে থাকবে না। বিএনপির মতো বড় এবং অভিজ্ঞ ও জনসম্পৃক্ত দলের মতামতকে উপেক্ষা করে কোনো কার্যকর, টেকসই সংস্কার হতে পরে না। অন্যান্য ছোট ও নিবন্ধন বিহীন দলের সাথে বিএনপিকে তুলনা করা সরকারের উচিত হবে না।
তিনি বলেন, বিএনপি বড় দল, বড় দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশী। সে কারণে বিএনপি অনেক ছাড়ও দিয়েছে। কিন্তু অবাস্তব ও ভারসাম্যহীন কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে বিএনপি মেনে নেবে না। দেশের জন্য ভালো এমন সংস্কারকে স্বাগত জানানোর মানসিকতা বিএনপির আছে, কিন্তু বিএনপিকে চাপে ফেলে অবাস্তব কিছু আদায় করা যাবে না।
তিনি বলেন, অনেকে অনেক কথা বলেন, বলতেই পারেন, বাক স্বাধীনতা সবার আছে। বাস্তব সত্য- বিএনপি আন্দোলনে না থাকলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটতো না। আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও বিএনপির আপোষহীন লাগাতার আন্দোলনে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল।
ধোবাউড়া দাখিল মাদরাসা মাঠে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অধ্যাপক আযহারুল ইসলাম কাজল এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/বাজিত