বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ‘রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা যদি আমার সঙ্গে থাকেন সামাজিক আন্দোলন গড়ে তুলবো কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং দূর করব, যদি না পারি তবে আমার নাম পাল্টিয়ে রাখবো, এটা সম্ভব যদি আপনারা আমার সঙ্গে থাকেন।’
শনিবার (২৪ মে) মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আলফা স্টার কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আলফা স্টার ফাউন্ডেশন ও মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।
স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. নূরে আলম নীরব ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।
বিডি প্রতিদিন/মুসা